বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০৪:৫১ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম : ‘বাংলাদেশে আল কায়েদার প্রশিক্ষিত ৮ হাজার জঙ্গি রয়েছে, যাদের সঙ্গে সামরিক স্বৈরাচারী শক্তি ও আন্তর্জাতিক সন্ত্রাসীগোষ্ঠীর সম্পর্ক রয়েছে’ বলে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ১৪ এপ্রিল বিদেশি সাংবাদিকদের যে তথ্য দিয়েছেন তা প্রত্যাখান করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমি সব সময় গোয়েন্দা ও বাস্তব নির্ভর কথা বলি। ‘দেশে আট হাজার জঙ্গি অবস্থান করছে বা লুকিয়ে আছে এই ধরনের কোনো তথ্য আমার কাছে নেই। আমার কাছে তথ্য আছে, যেসব জঙ্গি লুকিয়ে থাকার প্রচেষ্টা চালাচ্ছে তারা আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারীতে রয়েছে। আর আটককৃতরা বিচারাধীন রয়েছে।’ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ইঙ্গিত করে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, বাংলাদেশে ৮ হাজার জঙ্গির তথ্য যিনি দিয়েছেন তাকে এ বিষয়ে জিজ্ঞাসা করুন। ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে আয়োজিত গোলটেবিল বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। গোলটেবিল বৈঠকে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ডঃ মোহাম্মদ আকতারুজ্জামান, রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রমুখ।