রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ০৪:০৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
‘ভারতে আমি নিজে থেকে আসিনি’

‘ভারতে আমি নিজে থেকে আসিনি’

160606150852_salauddin_ahmed__640x360_bbcbangla_130731আমার সুরমা ডটকম ডেক্সভারতের মেঘালয় রাজ্যের শিলং-এ অবস্থানরত বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশে দু’মাস ‘বন্দি থাকা অবস্থায় তিনি ভয়ংকর অভিজ্ঞতার মধ্য ছিলেন। শিলং-এ সংবাদ মাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি স্বেচ্ছায় ভারতে যাননি বলে জানিয়েছেন। তিনি দাবী করেন, বাংলাদেশ থেকে তাকে ‘অপহরণ’ করা হয়েছিল এবং যারা ‘অপহরণ’ করেছে তারাই তাকে হাত-পা এবং চোখ বেঁধে ভারতে রেখে গেছে। কিন্তু কারা তাকে অপহরণ করেছে সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি বিএনপি’র এই নেতা। সালাউদ্দিন আহমেদ বলেন, “দু’মাস আমি তাদের কাস্টডিতে (কারাগারে) ছিলাম। এর চাইতে আর কী বলা যাবে?, “যেভাবে মানুষ কবরে থাকে। অনেকটা ওরকম।” গত প্রায় এক বছর ধরে শিলং-এ আছেন সালাউদ্দিন আহমেদ। গত ২০১৫ সালের মার্চ মাসের দিকে ঢাকার উত্তরার একটি বাসা থেক নিখোঁজ হয়েছিলেন তিনি। তার দল বিএনপি’র পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এর সাথে জড়িত।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া সুনির্দিষ্ট অভিযোগ করে বলেছিলেন সালাউদ্দিন আহমেদ র‌্যাবের হেফাজতে আছে। এর কিছুদিন পরেই ভারতের মেঘালয় সালাউদ্দিন আহমেদের সন্ধান মেলে। যদিও বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রী এবং আইন-শৃঙ্খলা বাহিনীর তরফ থেকে বিএনপি’র অভিযোগ নাকচ করে দেয়া হয়। মেঘালয়ের একটি আদালতে মি: আহমেদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলা চলছে। এই মামলার কাজ প্রায় শেষ পর্যায় আছে বলে তিনি। তিনি আরো বলেন, “ভারতে আমি নিজে থেকে আসিনি। এটা সবাই জানে। এই বিষয়টি আদালতকে বোঝানোর চেষ্টা করবো। আশা করি ন্যায় বিচার পাব।” বিএনপি’র এ নেতা জানান. গত এক বছরে তিনি ভারতে চিকিৎসা নিয়েছেন। এজন্য মেঘালয় রাজ্য সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। সূত্র-বিবিসি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com