শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৪ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম : পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাণী দিয়েছেন। গণমাধ্যমে পাঠানো এ বাণীতে তনি বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে আমি বাংলাদেশসহ মুসলিম উম্মাহর সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। তাদের অব্যাহত সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করি। আত্মসংযম ও আত্মশুদ্ধির মহান বার্তা নিয়ে মাহে রমজান আবার আমাদের মাঝে উপস্থিত। সিয়াম সাধনার মাধ্যমে মহান আল্লাহ-তায়ালার সন্তুষ্টি অর্জন এবং সকল রকম লোভ-লালসার ঊর্ধ্বে ওঠে অন্যায় ও পাপ কাজ থেকে বিরত থাকা পবিত্র রমজানের প্রধান শিক্ষা। এ শিক্ষাকে বুকে ধারণ করে নিজেদেরকে পরিশুদ্ধ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। হিংসা, বিদ্বেষ, হানা-হানি পরিহার করে সমাজে শান্তি বজায় রাখতে সচেষ্ট থাকা প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানের অবশ্য কর্তব্য। মাহে রমজান আমাদের জন্য বয়ে আনুক শান্তি সুখের বার্তা, সবার জীবন হয়ে উঠুক মঙ্গলময়-মহান আল্লাহ রাব্বুল আল-আমীনের দরবারে আমি এ প্রার্থনা জানাই।
পৃথক এক বাণীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “পবিত্র মাহে রমজান সমাগত। এ পবিত্র মাস সমগ্র মুসলিম উম্মাহ’র জন্য রহমত, বরকত ও নাজাতের মাস হিসেবে সম্মানিত। তাই মুসলিম উম্মাহ পরম করুণাময় আল্লাহ’র সন্তুষ্টি লাভে নিজেদের নিয়োজিত রাখতে সচেষ্ট হয়। মাহে রমজান প্রতিটি মুসলমানের জীবনে শান্তি বয়ে আনুক, মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে আমি এটাই প্রার্থনা করি।