রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৯ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম : বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয় (৩৫) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের লাশের শরীরে পচন ধরে ফুলে গেছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ মান্দাইল খালের ঘাট এলাকার সামনে বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় ওই নারীর লাশ উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।