শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:৫১ অপরাহ্ন
আমার সুরমা ডটকম: সুনামগঞ্জের দিরাই পৌরসভার সুজানগর গ্রামের মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত নুরুল হক চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। রাত সাড়ে ৭টায় তার গ্রামের বাড়ির মাদরাসা মাঠে এ জানাযায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছাব উদ্দিন সরদার, যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মোঃ মোশাররফ মিয়াসহ এলাকার বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাযার নামাজ পড়ান তারই ছেলে মাওলানা হাছান আহমদ। তিনি ২ ছেলে ও ৩ মেয়ের জনক ছিলেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বাদ আছর দিরাই-মদনপুর সড়কের বাংলাদেশ ফিমেইল একাডেমির সামনে এক মোটর সাইকেল দুর্ঘটনায় তিনি আহত হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং সেখানে রাত সাড়ে ৯টায় তিনি ইন্তেকাল করেন।