মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ০৫:০৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সমাজ ও রাষ্ট্রের দুষ্টচক্রকে নির্মূল করে দেশকে এগিয়ে নিতে হবে: বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী দিরাই পৌরসভার বাজেট পেশ সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় মাদকের চালান আটক দিরাইয়ের সেনা বাহিনীর অভিযানে গ্রেফতার ৪, গুলিতে নিহত নিরীহ আবু সাইদ হেফাজতে ইসলাম মিডল‍্যান্ডস শাখা গঠন: সভাপতি মাওলানা এখলাছুর রহমান, সেক্রেটারী মাওলানা এনামুল হাসান সাবীর হত্যার হুমকির শিকার শান্তিগঞ্জ প্রেসক্লাব সদস্য, থানায় জিডি দিরাই-শাল্লার উন্নয়নে ড. শোয়াইব আহমদকে জয়যুক্ত করতে হবে: মাওলানা আব্দুর রব ইউসুফী আল-হক্ব ফুযালা পরিষদের নতুন কমিটি গঠন পবিত্র হজ আজ সুনামগঞ্জে প্রস্তুত অর্ধ লক্ষাধিক কুরবাণীর পশু
সেন মার্কেট চুরির ঘটনায় ম্যানেজার দিলীপ গ্রেফতার

সেন মার্কেট চুরির ঘটনায় ম্যানেজার দিলীপ গ্রেফতার

asabs-atokpic-09-07-2016আমার সুরমা ডটকমদিরাইয়ের একমাত্র ইনডোর মার্কেট হিসেবে পরিচিত সেন মার্কেটে একের পর এক চুরির ঘটনা ঘটলেও কোন ঘটনারই রহস্যের কুল-কিনারা হচ্ছেনা। সর্বশেষ শুক্রবার দিবাগত রাতে মার্কেটের অফিস রুম চুরির হওয়ার খবর পাওয়া গেছে। ওসি আনিসুর রহমান বলেন, তালা ভেঙ্গে চুরির কোন আলামত পাওয়া যায়নি, চুরির ঘটনার সাথে সম্পৃক্ততা আছে কি না, সে জন্যই মার্কেটের ম্যানেজার দিলীপ রায়কে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ চলছে।
ব্যবসায়ী ও পুলিশ সুত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে মার্কেটের অফিস রুমের তালা ভেঙ্গে ১০ হাজার টাকা চুরির নাটক সাজাতে গিয়ে পুলিশের খাঁচায় বন্দি হন সেন মার্কেট চুরির মূল হোতা দিলীপ রায়। জানা যায়, দিলীপের গ্রামের বাড়ি ঝিনাইদহের কানাখালী গ্রামে। শুরু থেকেই সে সেন মার্কেটের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করে আসছে। মার্কেট ম্যানেজার দিলীপ বলছেন, শুক্রবার দিবাগত রাত অফিসের থালা ভেঙ্গে তিনটি দোকান ভাড়ার ১০ হাজার ৫০০ টাকা চুরি হয়েছে, সে এখানকার কাউকে তেমন একটা চিনেন না, কোনো ধরনের চুরি-ডাকাতির সাথে তিনি জড়িত নন বলে জানান।
এদিকে ঘটনার শুরু থেকেই ব্যবসায়ীরা দিলীপ রায়কে সন্দেহ করে আসছিলেন এবং মার্কেটের দোকানগুলো পরিদর্শনকালে এডিশনাল এসপি হাবিবুল্লাহসহ দিরাই থানা পুলিশ ও সাংবাদিকদের উপস্থিতিতে ব্যবসায়ী নূরে আলম অভিযোগ করে বলছিলেন যে, মার্কেট ম্যানেজার দিলিপ বাবুই এ ঘটনা ঘটিয়েছে, সে ৪র্থ তলায় থাকে, তার এখানে প্রায়ই বাহিরের লোকজনের আনা গোনা লক্ষ্য করা যায়। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনিসুর রহমান বলেন, সেন মার্কেটের অফিস রুম তালা ভেঙ্গে চুরির কোন আলামত পাওয়া যায়নি, ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, গত ২ জুলাই শুক্রবার দিবাগত রাত সেহরির পরপরই মার্কেটের ৭টি দোকানে ডাকাতি সংগঠিত হয়েছিল, এতে নগদসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল চুরি হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com