মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:১৬ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম: দিরাইয়ের একমাত্র ইনডোর মার্কেট হিসেবে পরিচিত সেন মার্কেটে একের পর এক চুরির ঘটনা ঘটলেও কোন ঘটনারই রহস্যের কুল-কিনারা হচ্ছেনা। সর্বশেষ শুক্রবার দিবাগত রাতে মার্কেটের অফিস রুম চুরির হওয়ার খবর পাওয়া গেছে। ওসি আনিসুর রহমান বলেন, তালা ভেঙ্গে চুরির কোন আলামত পাওয়া যায়নি, চুরির ঘটনার সাথে সম্পৃক্ততা আছে কি না, সে জন্যই মার্কেটের ম্যানেজার দিলীপ রায়কে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ চলছে।
ব্যবসায়ী ও পুলিশ সুত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে মার্কেটের অফিস রুমের তালা ভেঙ্গে ১০ হাজার টাকা চুরির নাটক সাজাতে গিয়ে পুলিশের খাঁচায় বন্দি হন সেন মার্কেট চুরির মূল হোতা দিলীপ রায়। জানা যায়, দিলীপের গ্রামের বাড়ি ঝিনাইদহের কানাখালী গ্রামে। শুরু থেকেই সে সেন মার্কেটের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করে আসছে। মার্কেট ম্যানেজার দিলীপ বলছেন, শুক্রবার দিবাগত রাত অফিসের থালা ভেঙ্গে তিনটি দোকান ভাড়ার ১০ হাজার ৫০০ টাকা চুরি হয়েছে, সে এখানকার কাউকে তেমন একটা চিনেন না, কোনো ধরনের চুরি-ডাকাতির সাথে তিনি জড়িত নন বলে জানান।
এদিকে ঘটনার শুরু থেকেই ব্যবসায়ীরা দিলীপ রায়কে সন্দেহ করে আসছিলেন এবং মার্কেটের দোকানগুলো পরিদর্শনকালে এডিশনাল এসপি হাবিবুল্লাহসহ দিরাই থানা পুলিশ ও সাংবাদিকদের উপস্থিতিতে ব্যবসায়ী নূরে আলম অভিযোগ করে বলছিলেন যে, মার্কেট ম্যানেজার দিলিপ বাবুই এ ঘটনা ঘটিয়েছে, সে ৪র্থ তলায় থাকে, তার এখানে প্রায়ই বাহিরের লোকজনের আনা গোনা লক্ষ্য করা যায়। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনিসুর রহমান বলেন, সেন মার্কেটের অফিস রুম তালা ভেঙ্গে চুরির কোন আলামত পাওয়া যায়নি, ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, গত ২ জুলাই শুক্রবার দিবাগত রাত সেহরির পরপরই মার্কেটের ৭টি দোকানে ডাকাতি সংগঠিত হয়েছিল, এতে নগদসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল চুরি হয়।