শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২১ অপরাহ্ন
আমার সুরমা ডটকম: চট্টগ্রামে ৭৫ হাজার নিবন্ধিত সিমসহ ৭জনকে আটক করেছে পুলিশ। রোববার বিকাল সাড়ে চারটায় নগর গোয়েন্দা পুলিশ নগরীর শাহ আমানত সিটি কর্পোরেশন মার্কেটে অভিযান চালিয়ে এসব সিম আটক করে। নগর গোয়েন্দা পুলিমের সহকারী কমিশনার কীর্তিমান চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন অভিযান এখনো অব্যাহত আছে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শাহ আমানত সিটি করপোরেশন মার্কেটের বিভিন্ন দোকানে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। আধ ঘন্টার অভিযানে ৭৫ হাজার সিমসহ ৭ জনকে আটক করা হয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।