শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ১০:৩১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
ফের অবরুদ্ধ শাবি উপাচার্য

ফের অবরুদ্ধ শাবি উপাচার্য

আমার সুরমা ডটকম :

ফের অবরুদ্ধ শাবি উপাচার্য
সমঝোতার চেষ্টা চলাকালীন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভুইয়ার কার্যালয়ে আবারো অবস্থান কর্মসূচি পালন করেছে আন্দোলনকারী শিক্ষকরা। পদত্যাগের দাবিতে মঙ্গলবার সকাল ১১টা থেকে বেলা দেড়টা পর্যন্ত মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ধুদ্ধ শিক্ষকরা উপাচার্যের কার্যালয়ে অবস্থান নেয়। পরে পদত্যাগের জন্য বৃহস্পতিবার পর্যন্ত সময় বেধে দিয়ে তারা ফিরে যান।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১১টার দিকে উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভুইয়ার কার্যালয়ে প্রবেশ করে আন্দোলনকারী মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ধুদ্ধ শিক্ষক পরিষদের নেতারা। এ সময় পরিষদের আহ্বায়ক অধ্যাপক সৈয়দ সামসুল আলম উপাচার্যকে পদত্যাগের আহ্বান জানিয়ে লিখিত বক্তব্য পড়ে শোনান।
আন্দোলনকারী শিক্ষকরা উপাচার্যের কার্যালয়ে অবস্থানকালে কোনো কর্মকর্তা-কর্মচারীকে কার্যালয়ে ঢুকতে দেয়া হয়নি। পরে বৃহস্পতিবারের মধ্যে উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম দিয়ে তারা ফিরে যান। ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ধুদ্ধ শিক্ষক পরিষদ’র আহ্বায়ক অধ্যাপক সৈয়দ সামসুল আলম জানান, উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে। তবে বৃহস্পতিবারের মধ্যে উপাচার্য পদত্যাগ না করলে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে।
উল্লেখ্য, গত মাসের ২৩ তারিখ শিক্ষামন্ত্রীর সঙ্গে এক বৈঠকের পর শিক্ষকরা লাগাতার অবস্থান ধর্মঘট প্রত্যাহার করার পর আবারো অবস্থান কর্মসূচির আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com