শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ০৪:৩৫ অপরাহ্ন
আমার সুরমা ডটকম: সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের জয়কলস মাদরাসা সংলগ্ন নবনির্মিত ‘উমর ইবনুল খাত্তাব জামে মসজিদ’ বৃহস্পতিবার জুহরের নামাজ আদায়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। জাউয়া মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুছ ছোবহান শায়খে পাইগাঁও-এর সভাপতিত্বে ও জয়কলস মাদরাসার মুহতামিম মাওলানা আফসার উদ্দিনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুনামগঞ্জের ঐতিহ্যবাহি ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান ‘জামেয়া ইসলামিয়া আরাবিয়া হোসাইনিয়া দারুল উলূম দরগাহপুর’ মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা নুরুল ইসলাম খান। মদীনা প্রবাসী মসজিদ নির্মাণে সহযোগিতাকারী মাওলানা জুবাইর আহমদ জিয়াপুরী, সাদারাই মাদরাসার মুহতামিম মাওলানা আবুল খায়ের, অত্র মসজিদের ইমাম মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা সিরাজুল ইসলাম আস্তমা ও পাগলা কান্দিগাঁও মসজিদের ইমাম মাওলানা জামাল উদ্দিন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।