মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ১১:০২ অপরাহ্ন
আমার সুরমা ডটকম: বৃহত্তর সিলেটের ক্বওমী মাদরাসা সমূহের নিয়ন্ত্রণকারী বোর্ড ‘আযাদ দ্বীনি এদারায়ে তা’লীম বাংলাদেশ’-এর পক্ষ থেকে সাম্প্রতিককালে সংগঠিত সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বোর্ডের নেতৃবৃন্দ বলেন, ইসলাম শান্তির ধর্ম, ইসলামে কোথাও সন্ত্রাস বা জঙ্গিবাদের স্থান নেই। সহকারি মহাসচিব মাওলানা আব্দুল বছীর স্বাক্ষরিত বিজ্ঞতিতে বলা হয়, গত ১লা সেপ্টেম্বর বৃহস্পতিবার বোর্ডের এক মিটিংয়ে দেশব্যাপি সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে সোচ্ছার হয়ে এদের কর্মকাণ্ড রুখতে হবে। নেতৃবৃন্দ ইসলামকে কটাক্ষকারী গোষ্ঠী বা ব্যক্তির বিরুদ্ধে আইন করতে সরকারের প্রতি আহ্বান জানান। বোর্ডের নির্বাহী সভাপতি শায়খ মাওলানা যিয়াউদ্দিনের সভাপতিত্বে ও সহকারি মহাসচিব মাওলানা আব্দুল বছীরের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুফতি মাওলানা শফিকুল আহাদ, মাওলানা শায়খ মুহিব্বুল হক গাছবাড়ি, মাওলানা শায়খ শিহাব উদ্দিন, মাওলানা ইউসুফ খাদিমানী ও মাওলানা এনামুল হক প্রমুখ।