মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৪:৪৩ অপরাহ্ন
আমার সুরমা ডটকম ডেক্স : দীর্ঘ ৩৫ বছর পর হজের খতিব পরিবর্তন হলো। নতুন খতিব হিসাবে সৌদিআরবের গ্র্যান্ড মসজিদের ইমাম ও খতিব মুফতি ড. সালিহ বিন হুমাইদকে নির্বাচিত করা হয়েছে। রোববার (১১ সেপ্টেম্বর) আরাফার দিন হজের খুতবা ও নামিরা মসজিদে ইমামতির করবেন তিনি। সৌদিআরবের গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল শায়খের পদত্যাগের পর তিনি এ পদে স্থলাভিষিক্ত হলেন। গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল শায়খ ১৯৮১ সাল থেকে দীর্ঘ ৩৫ বছর যাবৎ হজের খুতবা দিয়ে আসছিলেন। স্বাস্থ্যগত কারণে শনিবার (১০ সেপ্টেম্বর) পদত্যাগ করেছেন তিনি। ৬৭ বছর বয়সী নতুন খতিব দীর্ঘদিন ধরে মসজিদুল হারামের পেশ ইমাম ও খতিবের দায়িত্ব পালন করে আসছেন। মুফতি সালিহ বিন হুমাইদ সৌদিআরবের ক্ষমতাসীন মজলিসে শুরার একজন গুরুত্বপূর্ণ সদস্য।