সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৮:৫৬ পূর্বাহ্ন
মুহাম্মদ আব্দুল বাছির সরদার: করিমপুর ইউনিয়ন পরিষদে তিনবারের নির্বাচিত ৭নং ওয়ার্ড মেম্বার মোঃ নজরুল ইসলাম আবারো প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। জানা যায়, সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের করিমপুর গ্রামের হাজী ইব্রাহিম মিয়ার ছেলে মোঃ নজরুল ইসলাম এবারসহ ৩ বার তিনি একই ওয়ার্ড থেকে জনপ্রতিনিধি (মেম্বার) নির্বাচিত হয়েছেন। এছাড়া তিনি পর পর দুইবার প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সূত্র জানায়, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আছাব উদ্দিন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত একটি বৈঠকে সর্বসম্মতিক্রমে তাকে পুনরায় প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করা হয়। এ প্রতিবেদকের সাথে আলাপকালে মোঃ নজরুল ইসলাম জানান, আমার ওয়ার্ডে নির্বাচিত হওয়ার পর থেকে আন্তরিক ও নিষ্টার সাথে কাজ করে যাচ্ছি। যার ফসল আমার ওয়ার্ডের জনগণ এ নিয়ে ৩ বার আমাকে নির্বাচিত করেছে এবং পর পর ২ বার প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছি, এজন্য আমার ওয়ার্ডসহ করিমপুর ইউনিয়নবাসির কাছে আমি চির কৃতজ্ঞ।