রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৫:৪৮ পূর্বাহ্ন
মুহাম্মদ আব্দুল বাছির সরদার: ঈদুল আযহার কোরবাণীর হাটের শেষ বাজারে গরু ও খাসি প্রচুর বিক্রি হওয়ার খবর পাওয়া গেছে। জানা যায়, সুনামগঞ্জের দিরাই উপজেলার দিরাই পৌরশহরের হেলিপ্যাড মাঠে অবস্থিত কোরবাণীর পশুর হাটে গতকাল সোমবার সর্বশেষ ঈদের বাজার হয়। এ দিন প্রায় ২৫০টি গরু ও ২শতটি খাসি বিক্রি হয় বলে বাজার ইজারাদার সূত্রে জানা যায়। বিক্রিত পশুর বাজার মূল্য ১ কোটি ৪১ লাখ টাকা। সূত্র জানায়, সোমবারের এ বাজার দিরাই উপজেলার শেষ কোরবাণীর বাজার হওয়ায় পশু, ক্রেতা ও বিক্রেতা অধিক ছিল। এ দিন সর্বোচ্চ একটি গরু বিক্রি হয়েছে ৭০ হাজার টাকায়, আর একটি খাসি বিক্রি হয়েছে ১৬ হাজার টাকায়। সূত্র আরো জানায়, গত কয়েক বছরের মধ্যে এবারই বেশি বিক্রি হয়েছে কোরবাণীর হাটে, আমরা চেষ্টা করছি সারাবছর চালেয়ে যাওয়ার।