শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১০:৩২ অপরাহ্ন
আমার সুরমা ডটকম ডেক্স : সোনা দিয়ে তৈরি করা হয়েছে কমোড। তবে কমোডটি ব্যক্তিগত টয়লেটে ব্যবহারের জন্য নয়। কমোডটি একটি জাদুঘরে দর্শনার্থীদের জন্য টয়লেটে বসানো হয়েছে! হ্যাঁ, এমনি একটি অদ্ভুত কাজ করেছেন ইতালির ভাস্কর মৌরিজিয় ক্যাটালান। তার এ শিল্পকর্ম (কমোড) সোভা পাচ্ছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক গুজেনহেম জাদুঘরের টয়লেটে। খবর বিবিসির। জাদুঘরের সব দর্শণার্থীই এটি ব্যবহার করতে পারবেন। মিলানে জন্মগ্রহণ করা ৫৫ বছর বয়সী এ ভাস্কর একজন ট্রাকচালকের ছেলে। তিনি বলেন, তার এ শিল্পকর্মের মধ্য দিয়ে তিনি অর্থনীতিক বৈষম্যের বিষয়টি তুলে ধরেছেন। ১৮ ক্যারেটের সোনা দিয়ে কমোডটি তৈরি করা হয়েছে।