সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
ক্রিকেটার সাব্বির ও নায়লা নাঈমের বিজ্ঞাপন প্রচার বন্ধ

ক্রিকেটার সাব্বির ও নায়লা নাঈমের বিজ্ঞাপন প্রচার বন্ধ

biggaponআমার সুরমা ডটকমক্রিকেটারদের জনপ্রিয়তার কারণে শোবিজে বাণিজ্যিকভাবে আলাদা একটা মূল্য রয়েছে। সেটা সাদা চোখে সময়ই দেখা যায়। যার কারণে মাঝেমধ্যেই ক্রিকেটারদের বিজ্ঞাপনে দেখা মেলে। কিন্তু বিপত্তিও ঘটে। এবার সে পথে আটকে গেল ক্রিকেটার সাব্বির রহমান ও মডেল নায়লা নাঈমের করা নতুন একটি কোমল পানীয় এর বিজ্ঞাপন। দুদিন ধরে বিজ্ঞাপনটি টিভিতে আর প্রচার করা হচ্ছে না। বিসিবির নির্দেশনার পর বিজ্ঞাপন প্রচার বন্ধ হয়ে গেছে বলে জানা গেছে। প্রথমে মৌখিকভাবে সাব্বিরকে জানিয়ে দেওয়া হয়। পরে আনুষ্ঠানিকভাবে ই-মেইল করেও সাব্বিরকে বিজ্ঞাপনটি বন্ধ করতে বলা হয়েছে। একই ধরনের ই–মেইল বিসিবির পক্ষ থেকে টিভি চ্যানেলগুলোর কাছেও পাঠানো হয়েছে বলে জানা গেছে। যদিও এ ব্যাপারে কেউ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি। কোমল পানীয়র বিজ্ঞাপনটির ব্যাপারে দর্শকদেরও একটি অংশের আপত্তি ছিল। এ ব্যাপারে সামাজিক মাধ্যমে বেশ কিছুদিন ধরে লেখালেখিও হয়েছে। খেলোয়াড়দের বিভিন্ন পণ্যের প্রচারণায় যুক্ত থাকা বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে খুবই স্বাভাবিক ঘটনা। এ ব্যাপারে বিসিবিরও আপত্তি নেই। তবে বিসিবির শর্তেই বলা আছে, এমন কোনো বিজ্ঞাপন করা যাবে না, যেটি প্রশ্নবিদ্ধ হয়। এই বিজ্ঞাপনটি বিসিবির কাছে মনে হয়েছে আপত্তিকর। যদিও সাব্বির নিজে এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি। তবে একটি সূত্র জানিয়েছে, নিজের ক্রিকেট ক্ষতিগ্রস্ত হয়, এমন কিছু কখনোই তিনি করতে চান না। বিজ্ঞাপনটি নেতিবাচক আলোচনায় আসবে বুঝতে পারেননি সাব্বির। বিসিবির নির্দেশ তাই মেনে নিয়েছেন এখন। তবে কোমল পানীয়টির সঙ্গে তাঁর এক বছরের চুক্তি আছে। সেটি সাব্বির বাতিল করতে আগ্রহী নন বলেই জানা গেছে। ভবিষ্যতে বিজ্ঞাপনে স্ক্রিপ্ট বুঝে তারপর সায় দেবেন বলেও ঠিক করেছেন সাব্বির।

 

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com