রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:১৮ অপরাহ্ন
আমার সুরমা ডটকম: ‘ভিটামিন-এ যুক্ত তেল’ ও ‘আয়োডিন যুক্ত লবণ’ ব্যবহারের ওপর গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ ও গ্লোবাল এলায়েন্স ফর ইমপ্র“ভড নিউট্রেশন (গেইন) যৌথভাবে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে সোমবার সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের ২৭ জন স্বেচ্ছাব্রতিদের নিয়ে এক প্রশিক্ষণের আয়োজন করে। উপজেলার কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হওয়া এ প্রশিক্ষণটি পরিচালনা করেন দি হাঙ্গার প্রজেক্টের করিমপুর ইউনিয়ন সমন্বয়কারী মুহাম্মদ আব্দুল বাছির সরদার। প্রশিক্ষণ প্রদান করেন দি হাঙ্গার প্রজেক্টের এএসএম আখতারুল ইসলাম ও মোঃ মাহবুব হোসেন। প্রশিক্ষণে ভিটামিন এ যুক্ত তেল ও আয়োডিন যুক্ত লবণের ওপর দীর্ঘ আলোচনা করা হয় এবং এগুলো নিজেরা ও সাধারণ জনগণকে ব্যবহারের ওপর গুরুত্বরোপ করা হয়। উক্ত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন মোছাঃ মজিদা খাতুন, মোছাঃ রাজিয়া বেগম, মোঃ জাহিদ মিয়া, মোঃ আব্দুল মালিক, মোছাঃ সরফুল বেগম, মোছাঃ রেহানা পারভীন আঙ্গুরা, রাসেন্দ্র তালুকদার, জ্যোতিষ তালুকদার, মোছাঃ দিলশানা বেগম, মোঃ জয়নাল আবেদিন সরদার, মোঃ আমির হোসেন সরদার, মোছাঃ সুলতানা বেগম, খেলারাণী দাশ, মোছাঃ শিবলী বেগম, মোঃ বসর মিয়া, মোঃ শোয়াইবুর রহমান, মোছাঃ সেনুকা বেগম, মোছাঃ আছিয়া বেগম, মোঃ হাবিবুর রহমান, মোঃ শাহীনূর আলম, মোছাঃ এয়ারুন নেছা, আহমদ আলী, প্রভারাণী বর্মণ, অঞ্জনা রাণী রায়, মোঃ তারিফ উল্লা, মোঃ সফিকুন নূর ও মোঃ কাওচার মিয়া।