শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৮ অপরাহ্ন
মোঃ মানিক মিয়া, জামালগঞ্জ থেকে: ‘আত্মশক্তিতে বলিয়ান ব্যক্তি কখনও দরিদ্র থাকতে পারেনা’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ইয়ূথ লিডারদের ইউনিট গঠন করা হয়েছে। বুধবার দুপুরে জামালগঞ্জ ডিগ্রি কলেজে প্রাঙ্গণে দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে ও বৃটিশ কাউন্সিলের সহযোগিতায় এ ইউনিট গঠন করা হয়। এতে সভাপতিত্ব করেন দি হাঙ্গার প্রজেক্টের জেলা হিসাব রক্ষক কুদরত পাশা। দি হাঙ্গার প্রজেক্টের ইউসি সাইফ উল্লাহর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামালগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষার্থী রাহুল চৌধুরী, জাহাঙ্গীর আলম, রহুল আমিন, আসাদ চৌধুরী এনি, ফুল তারা বেগম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হুমায়ারা আক্তার মনি, তাহেরা বেগম, স্বর্ণা দে, নাসরিন আক্তার, নুসরাত, শেফা আক্তার, তামিম আহম্মেদ চৌধুরী, তাহেরা বেগম, সালমা বেগম, রাব্বির আহমেদ তামিম, মোজ্জামেল হক, আনোয়ার হোসেন, লাকি খানমসহ ৩২ জন শিক্ষার্থী। সকলেই চার দিনব্যাপি এ্যাকটিভ সিটিজেন ইয়ূথ লিডারশীপ প্রশিক্ষণ গ্রহণ করার পর জাহাঙ্গির আলমকে কো-অর্ডিনেটর ও রাহুল চৌধুরীকে যুগ্ম-কো অর্ডিনেটর করে ১৩ সদস্য বিশিষ্ট ইয়ূথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের ইউনিট গঠন করা হয়। এতে এ্যাকটিভ সিটিজেন ইয়ূথ লিডারশীপ ট্রেনিংয়ে দক্ষতা ও সৃজনশীলতা এবং দেশপ্রেম অনুপ্রাণিত হবে, পাশাপাশি নিজ পরিবার, সমাজ ও জাতির উপকার হবে।