শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৩:৩৯ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম ডেক্স: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পর হেইট ক্রাইমের শিকার হচ্ছেন দেশটির মুসলিম সম্প্রদায়ের মানুষরা। এরই বর্ণনা দিলেন জর্জিয়া অঙ্গরাজ্যের এক মুসলিম শিক্ষিকা মাইরা তেলি। ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর দেশটিতে ইসলামিক আতঙ্ক বেড়ে গেছে বলে সংবাদ দিচ্ছে টাইমস অব ইন্ডিয়া। গত শনিবার মুসলিম এই নারী শিক্ষিকা হুমকি যুক্ত চিঠিটি পান। পরিচয় গোপন করে লেখা চিঠিটিতে দেখা যায় মুসলিম ওই নারীকে বলা হচ্ছে, আপনি স্কুলে যে হিজাবটি পরে আসেন তা আজ থেকে বন্ধ। এখন আপনি হিজাবটিকে ফাঁসির রশি বানিয়ে তাতে ঝুলে পড়ুন। ট্রাম্পের নির্বাচনী স্লোগান মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন দিয়ে চিঠি শেষ করা হয়। মাইরা তেলি তার শ্রেণীকক্ষে এই চিঠি পান। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চিঠিটা পোস্ট করেন তিনি।