বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৯:৫১ পূর্বাহ্ন
নাজমুল ইসলাম মকবুল
রোহিঙ্গারা কি মানুষ নয়?
ওদের বেলায় নাকি মানবাধিকার নেই!
পৃথিবীর তাবৎ শান্তিকামীদের
চেনা যাচ্ছে আজ সহজেই।
কোথায় তোদের মানবতার বুলি!
মানুষের রক্ত নিয়ে চলছে খেলা হুলি!
তোরা পাষাণ-নির্দয় তোরা বধির
লুলুপ দৃষ্টিতে শুধু অপেক্ষায় থাকিস গদির!
মরে গেছে তোদের বিবেক
হয়ে গেছে বিষাক্ত!
শান্তিতে নোবেল পেয়ে খুশি যেন তোরা
দেখে দেখে মজলুমের রক্ত!
দুর হ তোরা
চলে যা এ পৃথিবী ছেড়ে
নির্মমভাবে শিশু-নারী-পুরুষের
প্রাণপাখি নিচ্ছে কেড়ে!
শোভা পায়না তোদের মুখে
মানবাধিকারের সস্তা বুলি
তোদের ইশারায় বিচ্ছিন্ন হয়
মানুষের মাথার খুলি!!