বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৩:৪০ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম: সুনামগঞ্জের দিরাই ডিগ্রি কলেজের বিএ (পাস) ৩য় বর্ষের বিদায়ী শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। কলেজ শিক্ষার্থীদের উদ্যোগে সোমবার কলেজ প্রাঙ্গণে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনুকুল চন্দ্র দেবের সভাপতিত্বে ও শিক্ষার্থী সায়েল চৌধুরীর পরিচালনায় সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজের অধ্যক্ষ মিহির রঞ্জন দাস, কলেজ পরিচালনা কমিটির সদস্য এ্যডভোকেট অভিরাম তালুকদার, মহিবুর রহমান তালুকদার, প্যানেল মেয়র কলেজের সাবেক ভিপি বিশ্বজিৎ রায়। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজের প্রভাষক এএইচএম ফারুক, আ ন ম শোয়েব হাসান, ফখর উদ্দিন চৌধুরী, রফিকুল ইসলাম, সন্দীপন দাস, অঞ্জন দাস, দিরাই প্রেসক্লাব যুগ্ম-আহ্বায়ক ইমরান হোসাইন, সদস্য আবু হানিফ চৌধুরী, বিদায়ী শিক্ষার্থী উজ্জ্বল চৌধুরী, রাজীব রায়, আফজাল আহমদ, শৈবাল চন্দ্র সরকার, আবু হাসান চৌধুরী, অভি রায়, সুইটি সুত্রধর পূজা, জোবায়ের আহমদ, মিছফা বেগম, ফাতেমা বেগম, শোভা বেগম, ফাতেমা মনি, ফারজানা দিপা প্রমুখ। সংবর্ধনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী এম রহমানসহ সিলেট দিরাইয়ের কন্ঠশিল্পীরা।