শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১০:৩৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
চলে গেলেন কণ্ঠশিল্পী ফরিদা ইয়াসমীন

চলে গেলেন কণ্ঠশিল্পী ফরিদা ইয়াসমীন

87066_fs

আমার সুরমা ডটকম :

চলে গেলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ফরিদা ইয়াসমীন। আজ বাদ মাগরিব বার্ধক্যজনিত অসুস্থতায় তিনি মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। এক সপ্তাহ আগে অসুস্থ হলে এই গুণী শিল্পীকে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রোববার তার মরদেহ সেগুনবাগিচার বাসায় আনা হবে বলে শিল্পীর স্বজনরা জনিয়েছেন। দুপুরে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।
সেবা প্রকাশনীর স্বত্বাধিকারী কাজী আনোয়ার হোসেন-ফরিদা ইয়াসমীন দম্পতির দুই ছেলে। ১৯৫৮ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত সিনেমা আর রেডিওর গানে ফরিদা ইয়াসমীনের জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। সে সময় তিনি আধুনিক বাংলা গান, উর্দু গান ও গজলে বিশেষ পারদর্শী ছিলেন। ৫ বোনের মধ্যে ফরিদা ইয়াসমীন ছিলেন সবার বড়। ফরিদা ইয়াসমীনের বোন খ্যাতিমান কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীন। এছাড়া অপর দুই বোন নীলুফার ইয়াসমিন ও ফওজিয়া খানও সঙ্গীতাঙ্গনে সাড়া জাগানো শিল্পী।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com