শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৮ পূর্বাহ্ন
মোঃ মানিক মিয়া, জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ পল্লীতে জমি বিরোধ নিয়ে একই গ্রামবাসীদের দু’পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের মল্লিকপুর গ্রামে এরতাজ মেম্বার ও আবুল হায়াতের মধ্যে এই সংঘর্ষ হয়। জামালগঞ্জ হাসপাতালে চিকিৎসাধিন নূর মিয়া ও সোলেমান জানান, মফিজুর রহমানের ভাগনা বিল্লালের স্বত্ত্বের জমি বর্তমান মেম্বার এতরাজ মিয়ার ভাই একরাম এক ফসলের জন্য রংজমা নেন। এ নিয়ে মফিজুর রহমানের সাথে গত ৬ই ডিসেম্বর স্থানীয় বাজারে আংশিক কথা কাটাকাটি হয়। এর জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংর্ঘষে গুরুতর আহতদের মধ্যে এরতাজ মেম্বারকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অন্যান্য আহতরা হলেন মৃত রমিজ আলীর ছেলে সাঞ্জব আলী (৬০), মঞ্জুর আলী (৪০), আবেদ আলী (৪৫), আহমদ আলী (৫০), আব্দুর রহমানের ছেলে শহিদুর রহমান, আব্দুল হামিদের ছেলে নূরু মিয়া (৩২), আব্দুর রাজ্জাকের ছেলে তজমুল হোসেন (৩২), আদরুজ আলীর ছেলে ফারুক আহমেদ (৪৭), বোরহান উদ্দিনের ছেলে সোলেমান মিয়া (৩৫), আহমদ আলীর ছেলে কামরুল হোসেন (২৩), মৃত আব্দুছ ছাত্তারের ছেলে তৌফিক নূর (৩৫)। এ ব্যাপারে জামালগঞ্জ থানার এসআই মোঃ আব্দুল ওয়াহিদ বলেন, স্থানীয় জনপ্রতিনিধির সংবাদে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। এখনো পরিস্থিতি থমথমে আছে। এখন পর্যন্ত কোন পক্ষের লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।