বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৪:১১ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের দ্বিতীয় মেয়াদে মেয়র নির্বাচিত হওয়ার পর ডা. সেলিনা হায়াৎ আইভী শুক্রবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন তিনি। এ সময় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। আইভী বিপুল ভোটে জয়ী করায় নারাণগঞ্জবাসীকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ৭৯ হাজার ৫৬৭ ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খানকে পরাজিত করেন। আইভী ১ লাখ ৭৫ হাজার ৬১১ ভোট পান। অপরদিকে সাখাওয়াত ৯৬ হাজার ৪৪ ভোট পান।