বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৫:০৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
৫ সংরক্ষিত ওয়ার্ডে বিজয়ী হলেন যারা

৫ সংরক্ষিত ওয়ার্ডে বিজয়ী হলেন যারা

আমার সুরমা ডটকমসুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ৫টি সংরক্ষিত ওয়ার্ডে সদস্য প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২০ নারী নেত্রী। বিজয়ী হয়েছেন ৫ জন। তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর, শ্রীপুর দক্ষিণ, বড়দল উত্তর, বড়দল দক্ষিণ, বাদাঘাট তাহিরপুর, তাহিরপুর সদর, বালিজুরী, ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানার মধ্যনগর সদর, চামরদানী, বংশীকুন্ডা উত্তর, বংশীকুন্ডা দক্ষিণ, ধর্মপাশা সদর, জয়শ্রী, সেলবরষ, সুখাইড় রাজাপুর উত্তর, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন নিয়ে গঠিত সংরক্ষিত ওয়ার্ড ১। এই ওয়ার্ডে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান
জয়নাল আবেদীনের মেয়ে জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক সেলিনা আবেদীন (ফুটবল) প্রতীকে ১৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী ইয়াসমিন আক্তার (দোয়াত কলম) প্রতীকে পেয়েছেন ৬৪ ভোট পেয়েছেন।
সংরক্ষিত ওয়ার্ড -২ এর জামালগঞ্জ উপজেলার সদর, ফেনারবাঁক, বেহেলী, ভীমখালী ও সাচনাবাজার, সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং, মোহনপুর, কাঠইর, বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ, পলাশ, ধনপুর, বাদাঘাট দক্ষিণ ও ফতেপুর, সুনামগঞ্জ পৌরসভা, সদর উপজেলার কুরবাননগর, জাহাঙ্গীরনগর, সুরমা, রঙ্গারচর, মোল্লাপাড়া ও লক্ষণশ্রী ইউনিয়নের নিয়ে গঠিত আসনে ১০ জন নারী ভোট যুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
এই ওয়ার্ডে জেলা মহিলা সংস্থার সভাপতি ফৌজিয়ারা বেগম (লাটিম) প্রতীকে ৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী সাদিয়া বখত (টেবিল ঘড়ি) ৮৪ ভোট, ফেরদৌসি সিদ্দিকা (কম্পিউটার) ১৪ ভোট, তাহমিনা বেগম (ফুটবল) ২৬ ভোট, মদিনা আক্তার (দোয়াত-কলম) ১০ ভোট, রাজিয়া খাতুন (ডিসএন্টেনা) ৬ , রাবেয়া সিদ্দিকা (টেলিফোন) ১১, সানজিদা নাসরিন দিনা ডায়না (হরিণ) ২, সামিনা চৌধুরী (মাইক) ১৯ ও সৈয়দা আমেনা আখঞ্জি (বই) প্রতীকে ৫ ভোট পেয়েছেন।
সংরক্ষিত-৩ নং (দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা, পশ্চিম পাগলা, জয়কলস, শিমুলবাঁক ও পাথারিয়া, দিরাই উপজেলার পৌরসভা, সরমঙ্গল, চরনারচর, রাজানগর, রফিনগর, জগদল, করিমপুর, তাড়ল, কুলঞ্জ, ভাটিপাড়া, শাল্লা উপজেলার শাল্লা, বাহাড়া, হবিবপুর ও আটগাঁও ইউনিয়ন নিয়ে গঠিত তিন নং ওয়ার্ডে ফারহানা ইয়াসমিন সীমা (মাইক) প্রতীকে ১১১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী দিরাইয়ের কুলঞ্জ ইউপির সাবেক ইউপি সদস্যা রাজরানী চক্রবর্তী (হরিণ) ৮৯ ভোট, বিনা জয়নাল (ফুটবল) ২২ ভোট ও  ফিরুজা বেগম (টেবিল ঘড়ি) প্রতীকে পেয়েছেন ৩০ ভোট।
সংরক্ষিত-৪ নং ওয়ার্ড (জগন্নাথপুর উপজেলার পৌরসভা, কলকলিয়া, দক্ষিণ সুনামগঞ্জের দরগাপাশা, পূর্ববীরগাঁও, পশ্চিমবীরগাঁও, জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও, রাণীগঞ্জ, আশারকান্দি, পাটলী, মীরপুর, সৈয়দপুর-শাহারপাড়া ও চিলাউড়া হলদিপুর, ছাতক উপজেলার চরমহল্লা, জাউয়াবাজার, দোয়ারবাজার উপজেলার মান্নারগাঁও, পান্ডারগাঁও ও দোহালীয়া ইউনিয়ন) নিয়ে গঠিত ওয়ার্ডে সামিনা সুলতানা (বই) প্রতীকে ১৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী রওশনারা বেগম (ফুটবল) প্রতীকে পেয়েছেন ৮০ ভোট।
সংরক্ষিত-৫ নং ওয়ার্ড (দোয়ারাবাজার উপজেলার সদর, বাংলাবাজার, নরসিংপুর, লক্ষীপুর, বোগলাবাজার ও সুরমা, ছাতক উপজেলার পৌরসভা, সদর, ইসলামপুর, নোয়ারাই, কালারুকা, খুরমা উত্তর, খুরমা দক্ষিণ, সিংচাপইড়, দোলারবাজার, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও, ছৈলা-আফজলাবাদ ও ভাতগাঁও ইউনিয়ন গঠিত ওয়ার্ডে ছাতক-দোয়ারার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের একমাত্র বোন ও ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুলের সহধর্মিনী শিক্ষিকা নুরুন্নাহার চৌধুরী চিনু (হরিণ) প্রতীকে ১৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী ইসলামপুর ইউপির সাবেক চেয়ারম্যান সফিকুর রহমান আলেকের স্ত্রী সেলিনা আক্তার (ফুটবল) প্রতীকে পেয়েছেন ৯৪ ভোট।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com