মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৫:৪৭ অপরাহ্ন
আমার সুরমা ডটকম: আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো সিলেটে ইজতেমা। শনিবার সিলেটের দক্ষিণ সুরমার লতিপুর-খিদিরপুর এলাকার মাঠে আয়োজিত ৩ দিনব্যাপী তাবলীগ জামাতের ইজতেমা মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। চলতি বছরের ইজতেমার সমাপ্তি টানা হয়। আখেরি মোনাজাতে প্রায় ১১ লক্ষাধিক মানুষ উপস্থিত ছিলেন। সকাল সাড়ে ১১টা থেকে ১২টা ১০মিনিট পর্যন্ত আখেরি মোনাজাত চলে। আখেরি মোনাজাতে অংশ নিতে ভোর থেকেই মুসল্লিরা হেঁটে, বিভিন্ন যানবাহনে চড়ে ইজতেমাস্থলে আসতে থাকেন এবং ইজতেমার আশপাশের বিভিন্ন স্থানে অবস্থান নেন। আখেরি মোনাজাতে অংশ নেয়ার জন্য সিলেট নগরী এবং এর আস-পাশ এলাকার দোকান-পাট দেরীতে খোলা হয়।