বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১০:২৭ পূর্বাহ্ন
মোঃ মানিক মিয়া, জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নে লক্ষ্মীপুর বাজার কমিটি নিয়ে শুক্রবার সকালে বাজার কমিটি ও বিক্রেতাদের সাথে সভা অনুষ্ঠিত হয়েছে। দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ ও গেইন সংস্থার সহযোগিতায় ভিটামিন এ সমৃদ্ধ ভোজ্যতেল ও আয়োডিনযুক্ত লবণ ব্যবহার বিষয়ক আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাজার কমিটির সভাপতি গিয়াস উদ্দিন। বাজার কমিটির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য রফিকুল হক রানার সঞ্চালনায় অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন বাজার কমিটির নবী হোসেন তালুকদার, দিল আহমেদ, মোশাহিদ মিয়া, শাহাদাত হোসেন, মিজানুর রহমান, ব্যবসায়ী ফরিদ মিয়া, আলী আহম্মেদ, মোশারফ, সুজিত রায়, হেপু মিয়া, ইউপি সদস্য একেএম আব্দুর রহিম, দি হাঙ্গার প্রজেক্টের ইউসি সাইফ উল্লাহ প্রমুখ। বক্তারা বলেন, ভিটামিন এ সমৃদ্ধ ভোজ্যতেল ও আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করব, পাশাপাশি খোলা তেল ও খোলা লবণ বিক্রয় থেকে বিরত থাকবেন বলে মতামত প্রকাশ করেন।