মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০১:০৮ অপরাহ্ন
আমার সুরমা ডটকম ডেক্স: ইরানের সাবেক প্রেসিডেন্ট আলী আকবর হাশেমি রাফসানজানি (৮২) মারা গেছেন (ইন্না লিল্লাহি.. রাজিউন)। হৃদরোগে আক্রান্ত হয়ে ইরানের তেহরানের শোয়াদা হাসপাতালে রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানায়। জানা যায়, ১৯৮৯ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত ইরানের ৪র্থ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন রাফসানজানি। ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত ইরানের বিশেষজ্ঞ পরিষদের চেয়ারম্যান ছিলেন তিনি। মৃত্যুর আগে তিনি ইরানের নীতি নির্ধারণী পরিষদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ১৯৩৪ সালের ২৫ আগস্ট ইরানের এ কৃতি রাজনীতিবিদ জন্মগ্রহণ করেন।