শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২০ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম: রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলার অন্যতম পরিকল্পনাকারী জাহাঙ্গীর আলম ওরফে রাজীব ওরফে গান্ধীকে গ্রেপ্তারের দাবি করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম (সিটি) ইউনিট। শুক্রবার রাতে টাঙ্গাইল থেকে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয় বলে শনিবার ডিএমপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক খুদেবার্তায় জানানো হয়। খুদেবার্তায় বলা হয়, দুপুর ১২টার দিকে এক সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর আলমের গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত জানানো হবে।