সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ০১:১১ পূর্বাহ্ন
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটনকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জড়ানোর প্রতিবাদ জানিয়েছে দিরাই প্রেসক্লাবসহ বিভিন্ন মহল। গতকাল শুক্রবার প্রেসক্লাব কার্যালয়ে ক্লাবের এক জরুরী বৈঠকের মাধ্যমে এ প্রতিবাদ জানানো হয়। প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান তালুকদারের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধুরীর পরিচালনায় বৈঠকে বক্তব্য রাখেন ক্লাবের সহ-সভাপতি সামছুল আলম, সোয়েব হাসান, সাংগঠনিক সম্পাদক শাহজাহান মাহমুদ হেলাল, সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ আব্দুল বাছির সরদার, কোষাধ্যক্ষ প্রশান্ত সাগর দাস, সদস্য ইমরান হোসাইন, জাকারিয়া হোসেন জুসেফ প্রমুখ। বক্তারা বলেন, গত মঙ্গলবার জারলিয়া জলমহাল দখল নিয়ে স্থানীয় আওয়ামীলীগ ও যুবলীগের দু-গ্র“পের মধ্যে বন্দুকযুদ্ধে তিনজন নিরীহ লোক নিহত হয়। ঘটনার খবর পেয়ে দিরাইয়ে কর্মরত সাংবাদিকরা জিয়াউর রহমান লিটনসহ সবাই সংবাদ সংগ্রহের জন্য থানা পুলিশ থেকে শুরু করে হাসপাতালে ছুটাছুটি করেন। তা পুলিশ বাহিনীসহ এলাকার মানুষ প্রত্যক্ষ করেছেন। কিন্তু ঘটনার দুইদিন পর যুবলীগ নেতা একারার কর্তৃক দায়েরকৃত মামলায় প্রেসক্লাব সাধারণ সম্পাদক দিরাইয়ের নির্ভিক সাংবাদিক জিয়াউর রহমান লিটনকে আসামী করায় সকল সাংবাদিকরা হতভম্ব হয়ে যাই। তাকে উদ্দেশ্যমূলকভাবে জড়ানো হয়েছে। যা অত্যন্ত ন্যাক্কারজনক ও নিন্দনীয়, স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি হিসেবে আমরা মনে করি। অভিলম্বে সঠিক তদরে মাধ্যমে মামলার এজহার থেকে জিয়াউর রহমান লিটনের নাম প্রত্যাহারের দাবি জানানো হয়। এ ব্যাপারে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি মতিউর রহমান বলেন, এমন ঘটনায় সাংবাদিককে জড়ানো ঠিক হয়নি। বিষয়টি অত্যন্ত অপছন্দনীয় ও দুঃখজনক। এছাড়াও এর প্রতিবাদ জানিয়েছেন দিরাই সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজের অধ্যক্ষ মিহির রঞ্জন দাস, বিবিয়ানা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নিপেন্দ্র তালুকদার, দিরাই ডিগ্রি কলেজের ইংরেজী প্রভাষক সন্দিপন দাস, সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সরদার গোলাম মোস্তফা রুমি, দিরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হক মিয়া, ডিএসএস প্রি-ক্যাডেট একাডেমীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহজাহান সিরাজ।