শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:৫০ পূর্বাহ্ন
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাইয়ে জলমহাল দখলকে কেন্দ্র করে মৎস্যজীবিদের সাথে বন্দুকযুদ্ধে তিন নিরীহ ব্যক্তির ঘটনায় মামলায় উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র, প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও সরকার দলীয় নেতাকর্মীদের জড়ানোর প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে হাওরপাড়ের জনপদ। বিক্ষোভ মিছিলি, সমাবেশ, মানববন্ধন ও সংবাদ সম্মেলনের মাধ্যমে এর প্রতিবাদ জানানো হচ্ছে। সোমবার দুপুর ১টায় দিরাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর প্রতিনিধি জিয়াউর রহমান লিটনকে ষড়যন্ত্রমূলকভাবে হত্যা মামলায় আসামী করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করে দিরাই প্রেসক্লাব। পৌরসদরের থানা পয়েন্টে প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান তালুকদারের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক আবুহানিফ চৌধুরীর পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র বিশ্বজিৎ রায়, দিরাই বাজার মহাজন সমিতির সভাপতি সিরাজ উদদৌলা তালুকদার, এপিপি এডভোকেট অভিরাম তালুকদার, ভাটিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান কাজী, প্রেসক্লাব সহ-সভাপতি সামছুল আলম, সোয়েব হাসান, সাংগঠনিক সম্পাদক শাহজাহান মাহমুদ হেলাল, কোষাধ্যক্ষ প্রশান্ত সাগর দাস, যুগান্তর স্বজন সমাবেশ উপজেলা শাখার সভাপতি প্রভাষক রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক কবি নজরুল ইসলাম রানা, কবি শাহরিয়ার হাসান, জীবনানন্দ সুত্রধর, আবুল হোসাইন, জাকারিয়া হোসেন জুসেফ প্রমুখ। বক্তারা বলেন, সত্য সংবাদ প্রকাশের জের ধরে একজন সুনামধন্য সাংবাদিককে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় জড়ানো হয়েছে। যা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। স্বাধীন সাংবাদিকতার জন্য এটি মারাত্মক হুমকি। অনতিবিলম্বে মামলা থেকে সাংবাদিক জিয়াউর রহমানের নাম প্রত্যাহারের দাবি জানিয়ে সাংবাদিক নেতারা বলেন অন্যতায় বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে।