রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ১০:৫৭ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম: সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীনকে শেষ কর্মদিবসে বিদায়ী সাক্ষাত করে পদন্নোতির জন্য শুভেচ্ছা জানিয়েছেন সিলেট অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দ। এ সময় প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, জেলা প্রশাসক জয়নাল আবেদীনের সময়কালে তিনি সিলেটের জন্য যে কাজ করেছেন তা চিরদিন স্মরণ করবেন সিলেটবাসী। বিশেষ করে সিলেটের অনাবাদি জমিকে আবাদের আওতায় আনা, বাল্য বিবাহমুক্ত জেলা ঘোষণা, হিজড়া সম্প্রদায়ের উন্নয়নে প্রদক্ষেপ গ্রহন,ভিক্ষুকমুক্ত জেলা করার লক্ষ্যে কাজ শুরু করাসহ সিলেটের উন্নয়নে নিরলসভাবে কাজ করেছেন তিনি। এ সময় জেলা প্রশাসক বলেন, আমি সিলেটে যোগদানের পর থেকে সিলেটবাসীর উন্নয়নে কাজ করার সর্বাত্মক চেষ্টা করেছি। কাজ করতে গিয়ে সিলেটের সাংবাদিকরা আমাকে সর্বাত্মক সহযোগীতা করেছন, বিশেষ করে অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের সহযোগীতার কথা আমার চিরদিন স্মরণ থাকবে। এ সময় উপস্থিত ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, কোষাধক্ষ্য মেহেদী কাবুল, সহ-সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার, কার্যকরি পরিষদ সদস্য আব্দুল মুহিত দিদার ও শিব্বির আহমদ ওসমানী।