সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৬:০৮ অপরাহ্ন
আমার সুরমা ডটকম: জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে লন্ডন প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা সৈয়দ সাদ আহমদের উদ্যোগে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে সহপাঠ্য বই বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সৈয়দপুর সৈয়দীয়া শামছিয়া সিনিয়র মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত সহপাঠ্য বই বিতরনী অনুষ্টানে মাদ্রাসার অধ্যক্ষ হাফিজ সৈয়দ রেজওয়ান আহমদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহপাঠ্য পুস্তক দাতা শিক্ষানুরাগী যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ সাদ আহমদ, প্রবীন সাংবাদিক সৈয়দ উবায়দুল হক মসনু, সৈয়দপুর সৈয়দীয়া শামছিয়া সিনিয়র মাদরাসা মাদ্রাসার আরবী প্রভাষক মো: নিজাম উদ্দীন, প্রভাষক মো: আজমান আলী, প্রভাষক এডি এম ফখর উদ্দীন প্রমূখ। পরে মাদ্রাসার গরীব মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ২০ জন শিক্ষার্থীকে সহপাঠ্য পুস্তক বিতরণ করেন লন্ডন প্রবাসী সৈয়দ সাদ আহমদ।