বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪০ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:সিলেটের অন্যতম পাথর কোয়ারী জাফলংয়ে পাথর উত্তোলনকালে গর্তে মাটিচাপা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। রোববার বিকাল সাড়ে ৪টার দিকে সংগ্রামপুঞ্জি এলাকায় হারুন মিয়ার কোয়ারিতে এ ঘটনা ঘটে। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.দেলওয়ার হোসেন এতথ্য নিশ্চিত করে জানান, দূর্ঘটনার থবর পেয়ে তারা সেখানের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, সংগ্রামপুঞ্জি এলাকায় হারুন মিয়া নামের একজন লোক গর্ত করে চুনাপাথর উত্তোলন করে আসছিলেন। তার কোয়ারিতে কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল গ্রামের মদরিস আলীর পুত্র কামরুজ্জামান, জিয়াদুর রহমানের পুত্র তাজউদ্দিন, মছফত আলীর পুত্র আব্দুর রশিদসহ কয়েকজন শ্রমিক কাজ করে আসছিলেন। রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে পাথরচাপা পড়ে কামরুজ্জামান ও তাজউদ্দিন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। অপরদিকে আব্দুর রশিদ গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।