বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১০:৪০ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম: দিরাইয়ে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ধলআশ্রম গ্রামের ছমেদ আলীর ছেলে মাহফুজ আলম (১১) নামের ৬ষ্ঠ শ্রেণির এক মাদরাসার ছাত্র গুরুতর আহত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের ধলআশ্রম গ্রামে ২১ ফেব্র“য়ারি মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। এ বিষয়ে মাহফুজ আলমের বড় ভাই সবুজ মিয়া বাদী হয়ে মঙ্গলবার একই গ্রামের আব্দুল মতিনের ছেলে কামরান মিয়াকে প্রধান আসামী করে দিরাই থানায় মামলা দায়ের করেন। মামলার অন্যান্য আসামীরা হলেন ধল আশ্রম গ্রামের আব্দুল মতিন মিয়ার ছেলে সুজেল মিয়া (৩৫), সুবেল মিয়া (২৮) ও ইসকন্দর মিয়ার ছেলে আব্দুল মতিন (৩৫)। দিরাই থানার মামলা নং-২৫।
মামলায় তিনি উল্লেখ করেন প্রতিবেশি কামরান মিয়ার সাথে বাড়ির সীমানা নিয়ে বহুদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জের ধরে তারা আমার ছোট ভাইকে বাড়ির সামনের রাস্তায় একা পেয়ে পরিকল্পিতভাবে হত্যার উদ্দ্যেশে ছুরিকাঘাত করে সঙ্গবদ্ধ আসামীরা। রক্তাক্ত অবস্থায় প্রথমে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তার অবস্থার অবনতি দেখে কর্তব্যরত ডাক্তার তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল জলিল মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।