রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:১৬ পূর্বাহ্ন
মুহাম্মদ আব্দুল বাছির সরদার: সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী, সংবিধান প্রণেতা সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে আসন শূণ্য হওয়ায় ইতিমধ্যে বাংলাদেশ নির্বাচন কমিশন উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। তফসিল অনুযায়ি ২ মার্চ (বৃহস্পতিবার) বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দানের শেষ দিন। সে হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করতে বাংলাদেশ আওয়ামীলীগসহ ৭টি দলের লোকজন বুধবার পর্যন্ত দিরাই উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন, তারা হলেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রয়াত সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী ড. জয়া সেনগুপ্তার পক্ষে দিরাই উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট অভিরাম তালুকদার, আওয়ামীলীগের প্রার্থী হিসেবে সামছুল হক চৌধুরীর পক্ষে আনোয়ারুল হক, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোঃ সায়েদ আলীর পক্ষে রনেল আহমদ, জাসদের প্রার্থী হিসেবে আমিনুল ইসলাম। আর সুনামগঞ্জ সদর নির্বাচন অফিস থেকে গণতন্ত্রীপার্টির প্রার্থী হিসেবে গুলজার আহমদ, জাসদের প্রার্থী হিসেবে সালেহীন আহমদ চৌধুরী ও জাতীয়পার্টি (এরশাদ) প্রার্থী হিসেবে জাহির আলী মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
প্রসঙ্গত, গত ৫ ফেব্র“য়ারি সুরঞ্জিত সেনগুপ্ত এমপির মৃত্যুতে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনকে শূণ্য ঘোষণা করে বাংলাদেশ নির্বাচন কমিশন। সেই সাথে আগামি ৩০ মার্চ এ আসনে উপ-নির্বাচনের দিন ধার্য করে তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ি আগামি ২রা মার্চ মনোনয়নপত্র জমা দানের শেষ দিন, ৫ মার্চ মনোনয়নপত্র যাচাই-বাছাই, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১৩ মার্চ। এ আসনের মোট ভোটার ২ লাখ ৪৫ হাজার ৮৩৮ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৩ হাজার ৪৭৪ জন ও মহিলা ভোটার ১ লাখ ২২ হাজার ৩৬৪ জন।