বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৩:৪৮ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম: জাতীয় শিক্ষা সপ্তাহ ’১৭ বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন জগন্নথপুর উপজেলার শতবছরের ঐতেহ্যবাহী শিক্ষা প্রতিষ্টান সৈয়দপুর সৈয়দীয়া শামছিয়া অালিম মাদরাসার অধ্যক্ষ হাফিজ মাওলানা সৈয়দ রেজওয়ান অাহমদ। জাতীয় শিক্ষা সপ্তাহ ’১৭ সিলেট বিভাগীয় কমিটি অাজ তাঁকে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ট অধ্যক্ষ নির্বাচন করেছেন। প্রথমত তিনি উপজেলা এবং জেলা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। তিনি একজন গবেষক ও লেখক। ২০১২ খ্রি. তিনি এমফিল ডিগ্রী অর্জন করেন। বর্তমানে তিনি পিএইচ ডি গবেষণারত। তাঁর কয়েকটি বই ইতমধ্যে প্রকাশিত হয়েছে। তিনি সৈয়দপুর গ্রামের মরহুম হাফিজ সৈয়দ বশারত অালী ও মরহুমা সৈয়দা অাজিজুন নেছার গর্বিত সন্তান।