বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১০:৪১ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম: সিলেট লেখক ফোরামের ব্যবস্থাপনায় এবং গরিব ও এতিম ট্রাস্ট ফান্ড ইউকে’র উদ্যোগে অসহায় প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্রিটেনের টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলর এবং টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পোর্টস, পরিবহন ও পরিবেশ বিষয়ক কেবিনেট সদস্য মোঃ আয়াছ মিয়া বলেছেন, অসহায়দের পাশে দাঁড়ানো আমাদের সকলেরই দায়িত্ব। এক্ষেত্রে সিলেট লেখক ফোরাম অসহায়দের পাশে থেকে যে কাজ করে যাচ্ছে, তা প্রশংসার দাবীদার। তিনি আরও বলেন, প্রবাসীরা স্ব স্ব অবস্থান থেকে অসহায়দের পাশে দাঁড়ানোর কারণে অনেক অসহায়রা উপকৃত হচ্ছেন। গরিব ও এতিম ট্রাস্ট ফান্ড ইউকে’র উদ্যোগে সিলেট বিভাগসহ দেশের বিভিন্ন জায়গায় হুইল চেয়ার বিতরণ করা হচ্ছে, তাতে সহযোগিতা করে যাচ্ছেন প্রবাসীরা। এসব কাজে সব সময় আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।
ফোরাম সভাপতি সাংবাদিক কবি নাজমুল ইসলাম মকবুলের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক কবি ছাদিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন কামাল বাজার ফাযিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মুফতি একেএম মনোওর আলী। সোমবার কামাল বাজার ফাযিল মাদরাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কবি সভার উপদেষ্টা গ্রন্থকার কবি শাহ কামাল আহমেদ, বড়তলা দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ নাজমুল ইসলাম, মুফতি আফজল খান সিরাজী, আব্দুস সালাম, মাদরাসার ছাত্র সংসদের ভিপি মাহবুবুর রহমান। বিজ্ঞপ্তি