বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৬:৫১ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
দেশব্যাপি অবরোধ কর্মসূচির অংশ হিসেবে পিকেটিং চলাকালে দিরাই থানা পুলিশ নাশকতার দায়ে বিএনপির ৩ জনকে গ্রেফতার করেছে। সোমবার দুুপুরে সুনামগঞ্জের দিরাই পৌরশহরের আনোয়ারপুর থেকে তাদের আটক করে বলে জানায় দিরাই থানা পুলিশ।
সূত্র জানায়, সোমবার দুপুরে দিরাই আনোয়ারপুর উত্তরহাটির মোঃ ফয়জুর রহমানের বাড়ির সামনের দিরাই-মদনপুর মূল সড়কের উপর ৩০/৩৫ জন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী টায়ারে আগুন দিয়ে জনমনে আতঙ্ক ও নাশকতার চেষ্টা চালায়। খবর পেয়ে দিরাই থানার অফিসার ইন-চার্জ (ওসি) কাজী মোক্তাদির হোসেনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে জনসাধারণের সহায়তায় দিরাই উপজেলা বিএনপির সমাজসেবা সম্পাদক মাসুক মিয়া (৫২), তাড়ল ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুন নূর (৩৯) ও করিমপুর ইউনিয়নের কৃষকদলের নেতা আব্দুল ওদুদকে (৪৬) গ্রেফতার করেন।
দিরাই থানার অফিসার ইন-চার্জ (ওসি) কাজী মোক্তাদির হোসেন আটকের বিষয়টি স্বীকার করে বলেন, তাদেরকে দি স্পেশ্যাল পাওয়ার এক্ট-১৯৭৪ ধারার মামলায় আটক দেখানো হয়েছে। মামলা নং-৮/১১১। বিকেলে তাদেরকে সুনামগঞ্জের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।