বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৩:২৯ অপরাহ্ন
ফুল মিয়া, কুলঞ্জ : দেশব্যাপি কর্মসূচির অংশ হিসেবে দিরাইয়ে আজ ১ জানুয়ারি ২০১৬ খ্রিস্টাব্দ শুক্রবার উপজেলার কুলঞ্জ ইউনিয়নের রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বই বিতরণ উৎসব পালিত হয়। সরকারি নির্দেশ মতে বছরের প্রথম দিন শিশুদের হাতে নতুন বই পৌঁছে দেয়া হয়। উল্লেখ্য, বিগত ২৫ ডিসেম্বর ২০১৫ খ্রিস্টাব্দ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস হতে প্রতিটি বিদ্যালয়ে ১ম শ্রেণি হতে ৫ম শ্রেণি পর্যন্ত শতভাগ পাঠ্য বই পৌঁছে দেয়া হয়। বিদ্যালয়ের বই উৎসবের শুভ সূচনা করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবজল আলী। এ সময় উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির অন্যান্য সদস্য ও পিটিএ কমিটির সভাপতিসহ ছাত্র/ছাত্রী ও তাদের অভিভাবকগণ। নতুন বছরে বই পেয়ে শিশুরা খুব আনন্দিত, আনন্দিত অভিভাবকগণও।