মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৮:৪০ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
দিরাইয়ের পল্লীতে বজ্রপাতে হতাহতের পরিবারের পাশে দাঁড়িয়েছেন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে গণমুক্তি জোটের সমন্বয়ক ও জাতীয় সংসদ নির্বাচনে জোটের মনোনীত প্রার্থী মোঃ রশিদ মিয়া। গত ২৫ এপ্রিল দুপুরে তিনি বজ্রপাতে নিহত আবু আইয়ুবের পরিবারের সাথে দেখা করে বিভিন্ন জনের পক্ষ থেকে দেয়া মানবিক সাহায্য পৌঁছে দেন।
জানা যায়, গত ২৩ এপ্রিল বুধবার সন্ধ্যায় উপজেলার রফিনগর ইউনিয়নের সেচনী গ্রামের হাওরে বজ্রপাতে ঘটনাস্থলে ১ জন নিহত ও ২ জন আহত হন। নিহত ব্যক্তি হলেন গ্রামের ইকবাল হোসেনের ছেলে আবু আইয়ুুব (১৮), তিনি ঘটনাস্থলেই মারা যান। এছাড়া নিহতের ভাই অলিউর রহমান (২২) ও একই গ্রামের আব্দুল মালেকের ছেলে আলমগীর হোসেন আহত হন।
এ ঘটনার খবর পেয়ে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে গণমুক্তি জোটের সমন্বয়ক ও জাতীয় সংসদ নির্বাচনে জোটের মনোনীত প্রার্থী মোঃ রশিদ মিয়া মানবিক সেবা নিয়ে নিহতের বাড়িতে যান এবং কিছু কাপড় ও নগদ টাকা দিয়ে আসেন। সূত্র মতে, বজ্রপাতে নিহত আবু আইয়ুবের পরিবারকে মানবিক সহযোগিতা করেছেন উপজেলার হাতিয়ার লন্ডন প্রবাসি সালমান ফারসি, রাধানগরের সৌদি আরব প্রবাসি আব্দুল্লাহ তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজ সেবক রাসেল চৌধুরী।
উল্লেখ্য, তাড়ল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ধল গ্রামের বিশিষ্ট ব্যক্তিত্ব মুশাহিদ মিয়ার ছেলে অস্ট্রিয়া প্রবাসি মাইদুল মিয়া বজ্রপাতে হতাহতের পরিবারের খোঁজ-খবর নিচ্ছেন এবং মানবিক সহযোগিতার পরিকল্পনা করেছেন।