সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ০৪:৫৯ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
নিরীহ ফিলিস্তিনীদের উপর বর্বর ইসরাইলি আগ্রাসনের নিন্দা, তাদের নাগরিকদের উপর চালানো গণহত্যার প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিনের দাবিতে দেশব্যাপি হরতালের অংশ হিসেবে সুনামগঞ্জের দিরাইয়ে সর্বস্তরের ব্যবসায়িরা স্বতঃস্ফূর্তভাবে অর্ধদিবস হরতাল পালন করেছেন। সোমবার দুপুর ২টা পর্যন্ত দিরাই বাজারের সকল শ্রেণি-পেশার ব্যবসায়িরা তাদের দোকানপাট বন্ধ রেখে এক অভিনব ও নজিরবিহীন হরতাল পালন করলেন। মুসলিম ও হিন্দু ব্যবসায়িদের যৌথ মিলনমেলার এ বাজারে শুধুমাত্র ফিলিস্তিনের পক্ষে স্বতঃস্ফূর্তভাবে অর্ধদিবস হরতাল পালন ইতিহাসে হয়ে থাকবে।
জানা যায়, উপজেলার বিভিন্ন রাজনৈতিক দল, বৈষম্য বিরোধী ছাত্র-জনতা ও ধর্মপ্রাণ সর্বস্তরের মুসলিম জনতা দিনভর বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সমাবেশ থেকে ইসরাঈল ও তাদের দোসরদেরকে নিরীহ ফিলিস্তিনীদের উপর বর্বর আগ্রাসনের নিন্দা জানানোর পাশাপাশি হুঁশিয়ারিও প্রদান করা হয়।