বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৩:২৯ অপরাহ্ন
এমএম ইলিয়াছ আলী, দক্ষিণ সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাশহিজ এন্টারপ্রাইজকে আফতাব অটোমোবাইল লিমিটেড (নাভানা)-এর বাংলাদেশের এক নাম্বার ডিলার নির্বাচিত হওয়ায় মাহিন্দ্রা কাস্টমার মিট অনুষ্ঠিত হয়েছে। জেলার সকল কাস্টমাররা বৃহ¯পতিবার সকাল ১১টা থেকে বিকেল ২টা পর্যন্ত এক মিলন মেলায় মিলিত হয়। এ উপলক্ষে শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় তাশহিজ এন্টারপ্রাইজের ডিলার জিএম তাশহিজের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আফতাব অটোমোবাইল লিমিটেড (নাভানা)-র হেড অব সেলস ম্যানেজার আবুহানিফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রিজিওনাল সেলস ম্যানেজার রানা কুমার সিংহ ও সহকারি ম্যানেজার জাফর মাহমুদ প্রমুখ। মাহিন্দ্রা কাস্টমারদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি এমরানুল হক চৌধুরী। পরে জেলার ৫ জন মাহিন্দ্রা কাস্টমারদেরকে পুরস্কার দেয়া হয়। প্রত্যেক মাহিন্দ্রা মটরসাইকেল কাস্টমারদেকে এক লিটার করে তেল দেয়া হয়। সভা শেষে এক মাহিন্দ্রা মটরসাইকেল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।