বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৩:২৯ অপরাহ্ন
আমার সুরমা ডটকম: লন্ডন থেকে পরিচালিত সামাজিক যোগযোগ মাধ্যম ফেইসবুক ইউজার গ্রুপ “দিরাই-শাল্লার জনস্বার্থ”-এর পক্ষ থেকে রোহিঙ্গাদের জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার সকাল ১১টায় সুনামগঞ্জের দিরাই উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দিরাই থেকে টেকনাফ, উখিয়াগামী একটি স্বেচ্ছাসেবী গ্রুপের জাকারিয়া হোসেন জুসেফ ও আবুহানিফ চৌধুরীর হাতে নগদ ২ লক্ষ পয়ষট্টি হাজার টাকা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেল। এ সময় উপস্থিত ছিলেন দিরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, দিরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন, ডিএসএস প্রি-ক্যাডেট একাডেমির চেয়ারম্যান শাহজাহন সিরাজ, সাংবাদিক মুজাহিদুল ইসলাম সরদার, জবের সরদার, দিরাই-শাল্লার জনস্বার্থে গ্রুপের এডমিন হিল্লুল পুরকায়স্থ, মাহবুব হোসেন, মোহাম্মদ আলী প্রমুখ।