বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০৫:৩৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
জমিয়তের ইতিহাসকে সমুন্নত রাখতে হলে ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে: হাফিজ মাওলানা সৈয়দ তামিম আহমদ দিরাইয়ে বজ্রপাতে হতাহত ৩ ইলম অর্জন হতে হবে প্রকৃত আমলের নিয়্যাতে: শায়খুল হাদিস বিলাল বাওয়া সুনামগঞ্জে তুচ্ছ ঘটনার জের ধরে যুবক খুন দিরাইয়ে বজ্রপাতে নিহত পরিবারের পাশে এমপি প্রার্থী রশিদ মিয়া দিরাইয়ে পৃথক স্থানে বজ্রপাতে হতাহত ৪ নিজ এলাকার মানুষের পাশে রয়েছেন এমপি প্রার্থী রশিদ মিয়া সম্প্রসারণবাদ, আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী গণজোয়ার সৃষ্টি করে মজলুম গাজাবাসীদের পাশে দাঁড়ানো উম্মাহর আবশ্যিক দায়িত্ব দিরাইয়ের সাবেক এমপির স্ত্রী-মেয়েকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ ভারতের ট্রানজিট-ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করতে লিগ্যাল নোটিশ
রমজান উপলক্ষে ভারতে খ্রিস্টান ব্যবসায়ী উপহার দিলেন মসজিদ!

রমজান উপলক্ষে ভারতে খ্রিস্টান ব্যবসায়ী উপহার দিলেন মসজিদ!

আমার সুরমা ডটকম ডেস্করমজান মাস উপলক্ষে ভারতের একজন খ্রিস্টান ব্যবসায়ী আরব আমিরাতে শ্রমিকদের উপহার দিলেন একটি আকর্ষণীয় মসজিদ। মসজিদটি তৈরিতে খরচ হয়েছে প্রায় ৩ লাখ ডলার।

ভারতের কেরালার ৪৯ বছর বয়সী সাজি চেরিয়ান আমিরাতের একটি শ্রমিক আবাসের মালিক, যেখানে ফুজাইরাহ শহরের প্রায় ৫৩ টি কোম্পানির শ্রমিকরা বসবাস করে। শ্রমিকদের আবাসস্থলের পাশেই চেরিয়ান মসজিদটি তৈরি করেছেন।

তিনি মসজিদটির নাম রাখবেন ‘মারিয়াম: উম্ম ঈসা’। এর অর্থ মরিয়ম, যিনি নবী ঈসা (আ:) এর মাতা। গত বছর আমিরাতের একটি মসজিদের ঠিক একই নামে নামকরণ করা হয়েছিল।

চেরিয়ান জানান, আমি হঠাৎ খেয়াল করি শ্রমিকরা নামাজের জন্য বিশেষ করে জুমার নামাজের জন্য শ্রমিকরা ট্যাক্সি ভাড়া করে ফুজাইরাহ শহরের নিকটস্থ মসজিদে যান। এতে প্রত্যেক শ্রমিকের কমপক্ষে ২০ দিরহাম (প্রায় ৪৬০ টকা) খরচ হয়। তখনই শ্রমিকদের বাসার কাছেই একটি মসজিদ বানানোর চিন্তা করি।

চেরিয়ান ২০০৩ সালে মাত্র কয়েক’শ দিরহাম নিয়ে ভারত থেকে আমিরাতে নিজের ভাগ্যান্বেষণে আসেন। এখন সেই ব্যক্তিই রমজান উপলক্ষে শ্রমিকদের উপহার দিলেন মসজিদ, যা নির্মাণে খরচ হয়েছে প্রায় ১৩ লাখ দিরহাম।

মসজিদটি তে এখন ২৫০ মানুষ নামাজ আদায় করতে পারবে। পরবর্তীতে আরও ৭০০ মানুষের স্থান সংকুলান এর ব্যবস্থা করা হবে।

চেরিয়ন বলেন, ‘আমি এমন একটি পরিবেশে বড় হয়েছি যেখানে সকল ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে। আমরা সকল ধর্মের উৎসব ই একসাথে পালন করতাম।’

তার মতে, মানুষকে তার ধর্ম দিয়ে নয়, ভালবাসতে হবে মানুষ হিসেবেই।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com