শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ন
মাহমুদুল হক স্বপন, জগদল ইউনিয়ন (দিরাই) সংবাদদাতা: আওয়ামীলীগের প্রার্থী ড. জয়া সেনগুপ্তার সমর্থনে ভোট চাইছেন জাতীয়পার্টির নেতা শেখ জাগির আলী, ছোটছেন গ্রাম থেকে গ্রামে। সোমবার বাসুরী, নারায়নকুড়ি, আটপুরিয়া ও জগদল গ্রামে নৌকার পক্ষে ভোট চাইলেন তিনি। এ সময় সাথে ছিলেন জগদল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইফতেয়াক হোসেন মঞ্জু, হাজী ডাঃ বজলুন্নুর, আস্তফা মিয়া, মনু মেম্বার, আবুল মুহিত সেলিম, যুবলীগ নেতা লিটন, মিরন দাস, আলী হোসেন টেনলার প্রমুখ। এ সময় শেখ জাহির আলী এলাকার উন্নয়নে নৌকায় পক্ষে ভোট চান।