সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৬:৩৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেট-কালিগঞ্জ-জকিগঞ্জ সড়ক সংস্কারে ১৭৮ কোটি টাকা অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। বুধবার একনেকের এক সভায় এ অর্থ অনুমোদন করা হয়। এছাড়া সিলেট-জকিগঞ্জ সড়কের চারখাই-শাহবাগ অংশে ৪৫ কোটি টাকার কাজ চলমান রয়েছে। সিলেট-কালিগঞ্জ-জকিগঞ্জ সড়ক সংস্কারে ১৭৮ কোটি টাকা অনুমোদন হওয়ায় এবং সিলেট-জকিগঞ্জ সড়কের চারখাই-শাহবাগ অংশ ৪৫ কোটি টাকার অর্থবরাদ্দের মাধ্যমে শেষের পথে থাকায় সিলেটের অভিভাবক ও সিলেট-১ আসনের সংসদ সদস্য আবুল মাল আব্দুল মুহিতের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শামীম আহমদ। এক বিবৃতিতে প্যানেল চেয়ারম্যান শামীম আহমদ বলেন-অর্থমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় সিলেট-কালিগঞ্জ-জকিগঞ্জ সড়ক সংস্কার হবে। এর মাধ্যমে দীর্ঘদিনের জরাজীর্ণ রাস্তা থেকে মুক্তি পাবে জকিগঞ্জবাসী। পাশাপাশি চারখাই-শাহবাগ অংশ ৪৫ কোটি টাকার কাজও অর্থমন্ত্রীর ঐকান্তির আগ্রহে অনুমোদন পেয়ে প্রায় শেষের পথে আছে। এই দু’টি বরাদ্দের মাধ্যমে অর্থমন্ত্রী জকিগঞ্জবাসীর প্রাণের দাবি পূরণ করেছেন। এ কারণে জকিগঞ্জের সর্বস্তরের মানুষের পক্ষ থেকে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শামীম আহমদ অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।