বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ০৭:৫২ অপরাহ্ন
আমার সুরমা ডটকম: স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় সিলেট শিক্ষাবোর্ডে পাসের হার ৭০ দশমিক ৪২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ১৯১ জন। যা গতবছর ছিল ৮০ দশমিক ২৬ শতাংশ।
এ বছর সিলেট বোর্ডে মেয়েদের চেয়ে ছেলেরা এগিয়ে রয়েছে। ছাত্রদের পাসের হার ৭১ দশমিক ৩৩ ও ছাত্রীদের ৬৯ দশমিক ৭১ শতাংশ। জিপিএ ৫ প্রাপ্ত ছাত্র ১ হাজার ৭১৮ ও ছাত্রী ১ হাজার ৪৭৩ জন।
এ বোর্ডের অধীনে চার জেলার মধ্যে সিলেট জেলায় পাসের হার ৭৩ দশমিক ৮০ শতাংশ, হবিগঞ্জে ৭০ দশমিক ৩৪, মৌলভীবাজারে ৬৬ দমমিক ৯৯ ও সুনামগঞ্জে ৬৮ দশমিক ৫৩ শতাংশ।
সিলেট শিক্ষাবোর্ডের অধিনে এবার ১ লাখ ৮ হাজার ৯২৮ জন পরীক্ষার্থী অংশ নেন। এদের মধ্যে পাস করেছে ৭৬ হাজার ৭১০ জন।
রোববার দুপুরে সিলেট শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ফলাফল ঘোষণা করেন সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কবির আহমেদ।