বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ১১:৩৫ অপরাহ্ন
কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ):
জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮ এর মূল্যায়ন, পুরস্কার বিতরণ ও সমাপণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১১টায় সুনামগঞ্জ জেলা মৎস্য বিভাগের আয়োজনে শহরের কাজির পয়েন্টস্থ মৎস্য বিভাগের হলরুমে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় জেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ মোঃ হাবিবুর রহমান খানের সভাপতিত্বে ও সদর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সীমা রানী বিশ^াসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (স্থানীয় সরকার বিভাগ) মোঃ এমরান হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মৎস্য অফিসার মোঃ আমিনুল হক।
এছাড়াও সুনামগঞ্জ সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ইন্ট্রাক্টর মোঃ আব্দুল হাদী, শান্তিগঞ্জ হ্যাচারী অফিসার অশোক কুমার দাস, জেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক শাহ আলম শেরু প্রমুখ।
এতে মেলায় ৭টি প্রতিষ্ঠান অংশগ্রহন করে। পরে মাছ উৎপাদনের জন্য এ বছর তিনজন মৎস্যজীবির হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
বক্তারা বলেন, মৎস্য ভান্ডার হিসেবে খ্যাত হাওরের এই জেলা সুনামগঞ্জের দেশীয় প্রজাতির বিভিন্ন ধরনের রেনু পোনা সংরক্ষণে শুধু প্রশাসন ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী দিয়ে সম্ভব নয়। এই জেলার যারা মৎস্যজীবি রয়েছেন তাদের মনে রাখতে হবে এই সমৃদ্ধ মৎস্যভান্ডার রক্ষায় সবাইকে সচেতন হতে হবে। পোনা মাছ সংরক্ষণ করা গেলে প্রতিবছর যে মাছ হাওরগুলোতে উৎপন্ন হবে তা জেলার ২৫ লাখ মানুষের আমিষের চাহিদা মিঠিয়ে তা দেশে ও বিদেশে রপ্তানী করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন।