শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৪:১৬ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম ডেক্স : ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের হামলায় ১৩ সৌদি সেনা নিহত ও একটি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। শনিবার সৌদি আরবের জিযান প্রদেশে ইয়েমেনিরা পাল্টা হামলা চালালে আগ্রাসী বাহিনীর ওই সব সেনা নিহত হয়। ইয়েমেনিরা ‘হাথিরা’ সেনাঘাঁটির পেছনের কয়েকটি ভবনের নিয়ন্ত্রণ নিতেও সক্ষম হয়েছে। এর আগে শুক্রবার ইয়েমেনি সেনাদের হামলায় সৌদি আরবের এক সিনিয়র কমান্ডারসহ তিন সেনা নিহত হয়েছে। আল-মাসিরা টিভি চ্যানেল জানিয়েছে, গতকাল জিযান প্রদেশে ইয়েমেনের স্বেচ্ছাসেবী ও সরকারি বাহিনীর পেতে রাখা মাইন বিস্ফোরণে ওই তিন সৌদি সেনা নিহত হয়। সৌদি সংবাদ মাধ্যমও হাসান ক্বাশুউম আক্বিলি নামের এক সৌদি সেনা কমান্ডার নিহত হওয়ার কথা স্বীকার করেছে।
এদিকে, ইয়েমেনের বেসামরিক জনগণের ওপর সৌদি বাহিনীর নির্বিচার হামলা অব্যাহত রয়েছে। গতকাল ঈদের দিনেও তায়িজ শহরে সৌদি বিমান হামলায় তিন শিশুসহ ১৩ জন নিহত হয়েছে। গত ২৬ মার্চ থেকে ইয়েমেনে বর্বর বিমান হামলা চালিয়ে আসছে সৌদি আরবের নেতৃত্বাধীন কয়েকটি আরব দেশ।