সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ২১ ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাত ৮ ঘটিকায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিসের সঞ্চালনায়।
বক্তব্য রাখেন সাবেক উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনিন্দ্র চন্দ্র তালুকদার, সাংগঠনিক সম্পাদক মো. মজিবুর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক তুঘলক আহম্মদ, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমান, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক আলী আকবর, শাহ আব্দুল বারেক ছোটন, উপজেলা যুবলীগের সদস্য তরিকুল ইসলাম পলাশ, উপজেলা শ্রমিকলীগের সভাপতি সাফায়েত হোসেন লিটন প্রমূখ।
এমপি রতন বলেন, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষ উদযাপন উপলক্ষে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানাই। পাশাপাশি মুজিব বর্ষ উপলক্ষে কার্যক্রম চলমান রয়েছে। আজ এই দিনে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদদের যাদের আত্ন ত্যাগের বিনিময়ে পেয়েছি বাংলা ভাষা। ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা সমগ্র বিশ্বে পালিত হচ্ছে, এটা বাঙ্গালী জাতির গৌরব।